The Dhaka Airport Istikbal team welcoming Foreign Jamaat guests with flower garlands | A Special Message from Foreign Jamaat.

ঢাকা এয়ারপোর্ট ইস্তিকবাল দল বিদেশী জামায়াতের অতিথিদের ফুলের মালা দিয়ে স্বাগত জানাচ্ছেন।

The Dhaka Airport Istikbal team welcoming Foreign Jamaat guests with flower garlands. Huge foreign guests are coming everyday. It’s expected about 12-14 thousand guests will be attending for upcoming World Ijtema 20-22, 2023 from more than 80 countries InshaAllah. Today Pakistan & Thailand Ulama Jamaat arrived. Below some Istekbal pictures & one short video clip.

Special Message for Foreign Jamaat from Kakrail Markaz:

For Visa on Arrival-
The brothers and sisters who are coming Insha-Allah, they MUST have return ticket (s) to show in Airport Immigration.

বিশ্ব ইজতেমাতে যোগদানের আহবান জানিয়ে গত অক্টোবর ২০২২ মাসের শেষে মালায়েশিয়াতে হজরতজী বাংলাদেশ শুরা ফয়সাল @ আমির হযরত ওয়াসিফুল ইসলামের ঘোষনার পর থেকে ইজতেমার উদ্দেশ্যে বিদেশী জামাত আসা শুরু হয়।

গত নভেম্বর ২০২২ মাস থেকেই ইজতেমার উদ্দেশ্যে মাসের জন্য একাধিক জামাত ভারত, মালায়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যন্ড সহ আরো কয়েকটি দেশ থেকে আসেন। যে জামাত গুলি ইজতেমা শেষ করে নিজ দেশে ফিরবেন।

পরবর্তীতে গত ডিসেম্বর ২০২২ মাসে ভারতের বড় বড় ইজতেমা শেষে (যেমনঃ ভূপাল, আওরঙ্গবাদ, পুনে etc) আরো অনেক জামাত ( মাস, ৪০ দিন, ওলামাদের বছর) ইজতেমা উদ্দেশ্য করে বাংলাদেশ আসেন। যে জামাত সমূহ এখনও কাজ করছে।

শুধুমাত্র ইজতেমা উদ্দেশ্য করে জামাত আসা শুরু হয়েছে জানুয়ারী ২০২৩ এর প্রথম থেকে। যে জামাত সমূহ শুধুমাত্র ইজতেমার জামাত হিসাবে গন্য করা হচ্ছে।

আগে পরে সব মিলিয়ে এখন পর্যন্ত ১০ হাজার বিদেশী মেহমান ৪০ টিরও অধিক দেশ থেকে ইজতেমার ফিকিরে বাংলাদেশ এসেছেন। আর দিন পর বিশ্ব ইজতেমা। আগামী দিনে আরো হাজার বিদেশী মেহমানের সমাগম ঘটবে ইনশাআল্লাহ। আশা করা যায় ৮০ টির অধিক দেশ থেকে বিদেশী মেহমান আসবেন। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারের বিশ্ব ইজতেমায় বিদেশী মেহমানের এটি একটি নতুন রেকর্ড হবে ইনশাআল্লাহ। আল্লাহ ইজতেমাকে ভরপুর কামিয়াবী কবুল ফরমান।

ঢাকা বিমানবন্দর ইস্তিকবাল দল বিদেশী জামায়াতের অতিথিদের ফুলের মালা দিয়ে স্বাগত জানাচ্ছে। প্রতিদিনই আসছেন বিদেশি অতিথিরা। আগামী ২০২২, ২০২৩ সালের বিশ্ব ইজতেমায় ৮০টিরও বেশি দেশ থেকে প্রায় ১২১৪ হাজার অতিথি উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে ইনশাআল্লাহ। আজ পাকিস্তান থাইল্যান্ডের উলামা জামাত পৌছিয়েছে। নিচে কিছু ইস্তেকবাল ছবি একটি ছোট ভিডিও ক্লিপ।

Published by tablighnews24.com

Editor & Publisher of Tabligh News 24

Leave a comment