
পীর সাহেব “মিডাবাবা” গত ২০১৮ থেকে অনেকটা পর্দার আড়ালে থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপর প্রভাব খাটিয়ে দাওয়াতে তাবলীগের ১ম ধাপের ইজতেমাকে কব্জা করে রেখেছেন। যে কারনে নন–তাবলীগ ওয়ালারা মূলধারার আসল তাবলীগের উপর সরকারী পৃষ্টপোষকতায় বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছে। একের পর এক আসল তাবলীগ ওয়ালারা বঞ্চিত হচ্ছে প্রথম ধাপের ইজতেমা থেকে। মিডাবাবা দাওয়াতুল হকের হয়েও পর্দার আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছেন জংগী গোষ্ঠী “হেফাজতে ইসলাম” ও নন–তাবলীগ ধোঁকাবাজ “আলমী শুরা”-কে। হঠাৎ করে সেই মিডাবাবা কব্জা করে নিয়েছে “কওমী শিক্ষা বোর্ড”-কে। নিন্মে ভুক্তভোগীদের উকিল নোটিশঃ

