যাত্রাবাড়ী মাদ্রাসা কওমী ও তাবলীগ জামাত নিয়ন্ত্ৰণের রাজনৈতিক যাএা মঞ্চ হয়ে উঠেছে | পীর সাহেব মিডা বাবার তেলেসমাতি এবার আদালত পর্যন্ত গড়িয়েছে।

পীর সাহেবমিডাবাবাগত ২০১৮ থেকে অনেকটা পর্দার আড়ালে থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপর প্রভাব খাটিয়ে দাওয়াতে তাবলীগের ১ম ধাপের ইজতেমাকে কব্জা করে রেখেছেন। যে কারনে ননতাবলীগ ওয়ালারা মূলধারার আসল তাবলীগের উপর সরকারী পৃষ্টপোষকতায় বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছে। একের পর এক আসল তাবলীগ ওয়ালারা বঞ্চিত হচ্ছে প্রথম ধাপের ইজতেমা থেকে। মিডাবাবা দাওয়াতুল হকের হয়েও পর্দার আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছেন জংগী গোষ্ঠীহেফাজতে ইসলাম ননতাবলীগ ধোঁকাবাজআলমী শুরা”-কে। হঠাৎ করে সেই মিডাবাবা কব্জা করে নিয়েছেকওমী শিক্ষা বোর্ড”-কে। নিন্মে ভুক্তভোগীদের উকিল নোটিশঃ

Published by tablighnews24.com

Editor & Publisher of Tabligh News 24

Leave a comment