গত ডিসেম্বর ২০২৪ জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থীদের ধ্বংস করার শূরাপন্থীদের নীল নকশা ও সাদ অনুসারীদের মামলায় সরকারের অদৃশ্য হাতের খেলা।

কারাগারে পাঠানোর নির্দেশের পর পরই জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম।

মাওলানা মাসউদুল করীম টঙ্গীর প্রভাবশালী আলেম। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার আহ্বায়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক। জোড়ের আগে নিরীহ সাদ অনুসারীদের গাড়িবহরে হামলা ও খুনের উদ্দেশ্যে আসামী মাসউদুল করীম সহ সকল আসামি হাজী বশির শিকদারসহ অন্যান্যদের উপর আক্রমণ করার ঘটনায় টংগি পশ্চিম থানার মামলা নম্বর ৬/২১৬ তারিখ ১৩/১২/২০২৪ ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/১১৪ দঃবিঃ রুজু হলেও সরকারের অদৃশ্য হাতের কারনে গত তাদের গ্রেপ্তার করা হয়নি। অথচ এই ঘটনার পর রাতের আঁধারে ৪ জন নিরীহ সাথীকে ঐ একই চক্রের লোকজন খুন করে নিরীহ সাদ অনুসারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। কাকরাইল মারকাজ ও টংগি ইজতেমা ময়দান দখল করার এই ষড়যন্ত্র শুরু হয় ২০১৮ থেকে। যারাই ধারাবাহিকতায় টংগি ৪ খুনের ঘটনায় আগে হেফাজত প্রভাবশালী নেতা মামুনুল হক টংগিতে রক্তের বন্যা বয়ে দেওয়ার হুমকি দেয়। সরকারের অদৃশ্য শক্তি দিয়ে কাকরাইল মারকাজ ও টংগি ইজতেমা ময়দান দখল করে।

আজ বর্নিত মামলার আসামিরা আদালতে হাজির হয়ে কতক জামিন লাভ করে। আর কতক আসামিকে জেল হাজতে পাঠানো হলেও, এক ঘণ্টার মধ্যেই ঐ ঘটনার আসামি মাসউদুল করীম সহ অন্যান্যদের জামিন মঞ্জুর করা হয়।

Published by tablighnews24.com

Editor & Publisher of Tabligh News 24

Leave a comment