মাগুরায় নতুন মার্কাজে ত্রৈমাসিক জোড়ের মধ্যে দিয়ে শুরু হলো নতুন মারকাজের কার্যক্রম

শুক্রবার মে ১৬, ২০২৫ | মাগুরা থেকে মোহাম্মদ কাবুল মিয়া, এডিটর, বাংলাদেশ।

আলহামদুলিল্লাহ। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন দিল্লির অনুসরণে বাংলাদেশের মাগুরা জেলায় সম্পূর্ণ সতন্ত্র মারকাজের পথ চলার কারগুজারী। আজ সকাল ৯ টায় জেলার ৪ থানার পুরোনো সাথীদের ত্রৈমাসিক জোড়ের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকভাবে নিজস্ব মারকাজের পথ চলা। দীনের ১২০০ শতের উপর পুরোনো সাথীদের এই মিলনমেলা ছিল উম্মতের এক বিশেষ ফিকির নিয়ে। মাগরিবের নামাজের পর দোয়ার মধ্য দিয়ে শেষ হয় একদিনের এই ত্রৈমাসিক জোড়।

আসন্ন খুলনা বিভাগীয় ইজতেমার মাগুরা জেলার আজায়েমঃ

(১) বিদেশ জামাত ০৭

(২) ৪ মাসের জামাত ১৫

(৩) ১ সালের ৫ জন ওলামার জামাত ০১

(৪) ১ চিল্লার জামাত ১৬

(৫) মাসতুরাত চিল্লা জামাত ০৫

(৬) মাসতুরাত ২ মাস জামাত ০১

(৭) মাসতুরাত ১০ দিনের জামাত ০৮

(৮) টোটাল বিভাগীয় ইজতেমার আজায়েম ৭,০০০ মাগুরা জেলা

Published by tablighnews24.com

Editor & Publisher of Tabligh News 24

Leave a comment